হে ঈশ্বর
আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও
আমি অনেক বেশি দুঃখ জমাট
করতে চাই বুক পকেটে,
ভারি হোক হাজার দুঃখ,কষ্টে,
যেনো অজস্র আঘাতেও ভেঙে না পড়ি।
হে ঈশ্বর
অবহেলার স্রোত ঢেলে দাও তার হৃদয়ে,
যেনো ঐ অবহেলার স্রোতে
আমাকে ভাসিয়ে নিয়ে যায় গভীর সমুদ্রতলে।
হে ঈশ্বর
আমার কান্না লুকানোর জন্য
বৃষ্টির জলে আমার শহর ভিজিয়ে দাও।
হে ঈশ্বর
যেনো তার কথা মনে হলে
চক্ষু দিয়ে বেরিয়ে আসা অশ্রুজল
কেউ যেনো কখনো দেখতে না পারে।।