যত'ই শুনি তোমার কন্ঠ সুর
ইচ্ছে করে আরো শুনি দিগুণ,
গুরু তুমি চন্দ্র সূর্যের মতই
উজ্জ্বল করেছো আমার জীবনী।
মনের বাঁধন ছিন্ন করে
যেওনা গুরু আমায় ছেড়ে,
হায়াত হোক তোমার জীবনে
আমার হায়াত আছে যতদিন।
মনের গভীরে রয়েছ তুমি
শুনেছি কাব্যগীতি তোমার,
চাই তোমায় সারাজীবন
ভালোবেসে ই
হারাতে আমি এই ভুবন।
তুমি আমার ভালোবাসা
শিনায় শিনায় রক্তের বাঁধন
চিরটাকাল সঙ্গে রবো
নিচ্ছি আমি এই কসম।।
বিঃদ্রঃ - আমার এই কবিতাখানা তাকে উৎসর্গ করা হলো-গুরু জেমস বাংলাদেশের একজন গায়ক,
যার গান আমি প্রচন্ড ভালোবাসি।।