হৃদয় পোড়ার গন্ধ কী তুমি পাও?
কী করে পাবে
তুমি তো দিনে হাজার হৃদয় পোড়াও,
যে হৃদয় পোড়ায়
সে কখনো হৃদয় পোড়ার গন্ধ পায় না।।

শাহীন নীল
বাঁধ ভাঙা আওয়াজ।


বিঃদ্রঃ, কবিতাটি ফেসবুকে পোস্ট করা হয়েছে আগে।