একদিন আসবে সময় করে"
তোমাকে দেখবো মন ভরে"
সাজনা এই নিশ্বাস যে থেমে থেমে চলছে".!!
আমার চোখের পাতার প্রতিটি
পলক তোমাকে রাত দিন খুঁজে বেড়াচ্ছে"
তুমি কি একবার আসবে"
আবার সেই পুরনো জায়গাতে"
আমি মন ভরে দেখতে চাই তোমাকে"..!!
মনে রেখো,,
শত চেষ্টা করেও ভুলতে পারবেনা তুমি"
সেই ভালোবাসা"
শত চেষ্টা করে মুছে দিতে পারবেনা আমার স্মৃতি".!!
একদিনের জন্য হলেও ফিরে আসবে"
আমার লেখা কবিতা গুলো,
তোমাকে বার বার ডেকে আনবে"
সেই পুরনো স্মৃতির পৃষ্টাতে".!!
একদিন সত্যি তুমি আসবে"
হয়তো থাকবো না আমি এই দুনিয়াতে"
আমাকে তুমি খুঁজবে"
আমাকে দেখার ইচ্ছে পূষন হবে"
সবাইকে জিজ্ঞেস করবে"
আমার বন্ধুমহলে খবর নিবে"
কোথাও আমার ছায়া পাবেনা"
কেউ আমার খবর জানবেনা"!
আকাশে বাতাসে যেমন মেঘ উড়ে উড়ে বেড়ায়"
ঠিক একদিন আমাকে দেখার
জন্য তুমি এইদিক ঐদিক করবে"
হয়তো তখন আমার কবিতার
কথা গুলো তোমাকে কাঁদাবে".!!