মনে রেখো প্রিয়তমা
শেষ বিদায়ে
জেনো অশ্রু না ঝরে
তোমার চশমা পড়া দুচোখে,
কষ্টরা যেনো বীজ রূপণ না করে
তোমার হৃদয় জমিতে।।
কালশিটে মেঘ হয়ে জেনো অন্ধকার
না হয় তোমার নীল আকাশ।।
মনে রেখো প্রিয়তমা
আমি আসবো যেকোন সময়ে
দক্ষিণা বাতাস হয়ে
তোমার শরীর ছুঁয়ে দিতে।।
আমাকে যে আসতে-ই হবে
তোমার লেখা কাব্যকলাপে,
আসতে হবে শিরোনাম হয়ে
ভাসতে হবে তোমার চশমা পরা দুচোখে।।
মনে বসে তোমার মনের ক্যানভাস জুড়ে,
গল্প করবে একা একা তুমি আমার সাথে,
আসতে হবে স্বপ্ন রাতে,
স্বপ্ন হয়ে তোমার চশমা পড়া দুচোখে।।
ভালোবাসার প্রদীপ জ্বেলে
নানারকম নানান বেসে,
রূপ কথার গল্প হয়ে
ভাসবো আমি তোমার চশমা পরা দুচোখে।।