আজও ডাকে সেই পথে
স্বপ্ন ভাঙ্গা ডাকে ইশারাতে
তার আঁকা চিত্রনাট্য
বুকে জড়িয়ে গড়েছিলাম
বিশাল এক অট্টলিকা।।
এঁকেছিলাম সুন্দর ছবি
হৃদয়ে ভুবনে
জ্বলজ্বল করে কেঁপে উঠে শরীর
তার চিত্রনাট্য মনে পরলে।।
এখন সব স্মৃতি যা আজও
অতীত কে মনে করিয়ে দেয়,
মনে করিয়ে দেয় সেই চিত্রনাট্য
যা অভিনয় ছিলো সবই।।
স্বপ্নের সকাল
আলোকিত করেছিল উজ্জ্বল নক্ষত্রের মত
তা সবই ছিল চিত্রনাট্য,
যে অবুঝ কন্ঠে ছিল ভালোবাসার শব্দ
তার সবটাই ছিল অভিনয়।।
জ্বলন্ত আগুনে পুড়িয়ে
শেষ করে দিয়েছে তার চিত্রনাট্য
ধ্বসে ধ্বসে বর্ষণ ডেকেছে
আজ এই দু'চোখে বর্ষা দিয়ে
সমাপ্তি করেছে চিত্রনাট্য, ধুয়ে গেছে সবটা রঙ যে রঙে আঁকা হয়েছিল ছলনাময়ী চিত্র আজ তার পরিসমাপ্তি হলো।।
যুগে যুগে ভালোবাসার নামে যে ছলনায় আঁকা হয় চিত্রনাট্য সে নাট্যের আজ মুক্তি মিলল এক হৃদয় ভাঙা আর্তনাদে।।