মৃত্যু"
-------
সময়ের সাথে মিল রেখে আমার সময়টাও শেষ হয়ে আসতেছে"
এত মানুষ চোখের সামনে তবুও কেনও যেনো নিজেকে খুব একা লাগে"..!!
মনে হয় এই বুঝি তোমাকে একা রেখে চলে যাচ্ছি অনেক দূরে"
পালকী এসেছে আমাকে নিয়ে যাবে নতুন কোন ঠিকানাতে"..!!
এই কথা ভাবতে গেলে দুচোখে"
পানি জমাট বেঁধে যায়"
চোখে অন্ধকার খেলা করে"
একটুও আলো নেই"..!!
ঠিক একদিন হঠাৎ করে লেখা হবেনা আর তোমাকে নিয়ে"
ধরতে পারবোনা নিজের হাতে
কলম খাতা"..!!
লেখা হবেনা তোমাকে খুব ভালোবাসি নীলাম্বরী".!!
মনে হয় খুব তাড়াতাড়ি চলেই যাবো"
অজানা কোন নতুন ঠিকানায়"!!
তবে আসবো নীলাম্বরী"
আমি আবার ফিরে আসবো"
আমার আত্মা তোমায় খুঁজবে"
তোমার পাশেই থাকবে"
তোমাকেই দেখবে"....!!