ছোঁয়া
______শাহীন নীল
খুব জানতে ইচ্ছা করে তুমি কি,,
এখনো ও ছোট ছোট অভিমানে কান্না করো,,
রাগ করে গাল ফুলিয়ে কি বসে থাকো..!!
এখনও কি তুমি মাঝ রাতে বারান্দায় দাড়িয়ে আকাশ দেখো..!!
জোনাকিপোকা কি এখনো তোমার
হাতে বসে আলো ছড়ায় পরী...!!
জানি না তুমি কেমন আছো,,
কোথায় আছো কি করছো এখন
তোমার অভিমান গুলো কে ভাঙিয়ে দেয় এখন..!!
জানি না আমার কথা মনে করে
নিজেকে হারিয়ে ফেলো কি না,,
কোন স্মৃতি নামক অতীতে..!!
তবে জানো পরী
আমি এখনও আকাশ দেখি,
সেই আগের মতই..!!
জানো আমার কাছে আকাশটা তেমনই আছে,
শুধু তুমি নেই আমার পাশে...!!
তবে তোমার একটা অতিসাধারণ,
অস্পষ্ট হাতের ছোঁয়া,,
আজো হৃদয় মাঝে দাগ লেগে আছে বলেই,,
আমি বেঁচে আছি..!!