তোমার চোখদুটি
_________শাহীন নীল
আমার কষ্ট হয় বড্ড কষ্ট হয়,
তোমাকে পাওয়া না পাওয়ার কষ্ট হয়,,
তোমাকে হারিয়ে ফেলার কষ্ট হয়,,
প্রতিরাতে কুড়ে কুড়ে খায় আমার হৃদয় খানি।।
একজোড়া চোখ তোমার দেখেছিলাম,
কবে কোথায় দেখেছিলাম
আমার মনে নেই,
সেই চোখ দুটি আজো আমার চোখে ভেষে ওঠে।।
কেনও এসেছিলে কেনও ভালোবাসি বলেছিলে,
সেই চোখজোড়া এখন কোথায়,,
সেই কাজল করা চোখ দুটি
আজো যে আমায় কাঁদায়।।
তোমাকে নিয়ে আজো স্বপ্ন বুনে চলি,
মাঝে মাঝে বুকে ব্যথানাশক শব্দ হলে,
ঐ চোখ দুটি মনে পড়ে যায়।।
আমি যখন কোন কাজে থাকি,
কোন গল্প কবিতা লেখি,
তখন চোখদুটি আড়চোখে তাকিয়ে থাকে,
আমি বলি কেনো তাকিয়ে আছো তুমি মায়াবী।।
এই জীবনে প্রথম দেখা চোখদুটি,
আমার ভবিষ্যৎ কি দেখতে পেয়েছি,
যত ঝড় বৃষ্টি নেমে আসুক না কেনো,
তবুও তাকিয়ে থাকতে ইচ্ছে করে
ঐ চোখজোড়াতে।।