প্রিয়তমা,
কালকে রাতে ভাবার পর
লিখছি তোমায় নিয়ে....!!
হয়তো এটিই তোমার কাছে লেখা
আমার শেষ চিঠি..
চোখের অশ্রুগুলোর কাছে
দিন দিন ঋণী হয়ে যাচ্ছি আমি..!!
তোমার কথা মনে হলেই চোখের পাতাগুলো
ভিজে উঠে,
কষ্টের মাত্রাগুলো থার্মোমিটারের পারদের মত
বেড়ে উঠে.....!!
তাই ভেবেছি আর তোমায় মনে করবোনা,
না আর মনে করা যাবে না
তোমার মিষ্টি তৃপ্তিমাখা মুখখানা........!!
হয়তো তোমাকে আর হাসতে দেখব না,
তোমার সাথে আর কথা হবেনা,
দেখা হবে কিনা তাও সন্দেহ,
আর হলেও তুমি হয়ত না চেনারই চেষ্টা
করবে তাই না...!!
আর আমাকে এতটা বন্ধু ভাবার জন্য ধন্যবাদ,
মানুষ ত একটু ভালবাসা পেলেই কত খুশি হয় আর আমি তো অসংখ্য ভালবাসা পেয়ে গেলাম তোমার কাছ থেকে
সত্যিই আমি কৃতড্ঞ তোমার কাছে,
এটাই আমার ভালোবাসার শেষ চিঠি প্রিয়তমা..!!
ইতি
তুমিহীনা আমি,,