বৃষ্টি ভেজা
_____শাহীন নীল"
==================
সেই দিনের কথা মনে আছে"
যেদিন আকাশ থেকে বৃষ্টি নেমে'
ভিজিয়ে দিয়েছিলো আমাদের দুজনকে".!!
তোমাকে বৃষ্টি বলে
ডেকেছিলাম প্রথম দিন".
মনে আছে তোমার তুমি ছাদের কান্নিস ধরে আর আমি অন্য পাশে দাঁড়িয়ে"..!!
আমাকে ডেকে নিলে তোমার কাছে"
একই আকাশের নিচে
দুজনে দাঁড়িয়ে"
টিপটিপ বৃষ্টি পড়েছিল আমাদের দুজনের উপরে"..!!
আমি ছুটে গেলাম তোমার দিকে
হাত বাড়িয়ে দিলে তুমি"
খুব কাছে আমাকে জুরিয়ে ধরে কি কান্নাই না করলে তুমি"
আমি তোমার গালের তিলে"
তোমার কপালে প্রথম চুমু একেদিলাম"
বুকের মাঝে জুড়িয়ে ধরে তোমাকে"
কি কান্না ছিলো আমার দুচোখের পাতায়"
যেমন বাঁধ ভাঙা কান্নার আওয়াজ"....!!
আজ দেখো আমি আবারো সেই বাঁধ ভাঙা কান্নার আওয়াজ করি গভীর রাতে"
যাতে কেউ দেখতে না পারে".!!
সপদ করেছিলাম দুজনে বাঁচবো এক সাথে"
আজ তুমি কোথায় হারিয়ে গেলে আমাকে একা করে".!!
এখন একা একা বাঁচতে খুব কষ্ট হয়রে আমার"
কত স্বপ্ন দেখেছিলাম কত গল্প কবিতা লেখেছিলাম"
তোমার মত কাউকে
খুঁজে পাওয়া নয় সহজ"
আমি বাঁচবো যতদিন পৃথিবীতে"
থাকবে স্মৃতি আমার এ বুকে"..!!
____Shahin Nil
উৎসর্গ_________তুমি