সুন্দর সকাল রেখে ছিলাম তোমার জন্য,
তুমি ফিরে আসবে ভেবেছিলাম,
রেখেছিলাম ঐ নীল,
আকাশে জমানো মেঘগুলো,
সাথে ছিল উড়ন্ত কিছু সাদা বক।।
তুমি ফিরে আসলেই নামিয়ে নিতাম বৃষ্টির ঝংকার,
ধুয়ে দিতাম মান অভিমান যত ছিলো,
তোমার আমার।।
ভিজে যেতাম দুজনে পরিষ্কার জলে,
মিটিয়ে নিতাম জীবনের স্বাদ।।
সেই অপেক্ষায় আজও আমার দিন কাটে,
তুমি এলেনা আজও,
হলোনা অপেক্ষার অবসান,
রেল লাইনে বসে থাকি,
কখনো কি আসবে তোমার ফিরে আসা,
সেই রেল টা আমার শহরে।।
অপেক্ষায় অপেক্ষায় থেমে যাচ্ছে জীবন,
ফুরিয়ে যাচ্ছে জীবনের স্বাদ।
তবুও তুমি ফিরে এলে না
তুমি কি আর কোনদিন ফিরে আসবে না,
বুঝবেনা আমার হৃদয়ের কান্না,
দেখবেনা আমার মরণের যাত্রা।।