তোমাকে নিয়ে কল্পনার রাজ্যে
একটি ঘর সাজিয়েছি
সম্পূর্ণ কাঁচের চার দেয়াল!!
সেই কাঁচের দেয়ালে বন্দী আছে
বিশ্বাস আর নিঃশ্বাস!
(যেমনঃ আমি তোমার বিশ্বাস তুমি আমার নিঃশ্বাস)
যতই ঝড়ো হাওয়াই আসুক না কেনো
ভেঙে যেতে দিও না!
বিশ্বাস টুকু বন্দী করে নিঃশ্বাসের উপরে হাত রেখে
কখনো অবহেলায় ডুবিয়ে দিও না
স্বপ্নের রাজ্য বিশাল সাগরে!!
তলিয়ে গেলে
তার অস্তিত্ব যে আর খুঁজে পাওয়া বড় মুশকিল হবে!
হয়তো অনেক গভীরে তলাবে
কাঁচের টুকরো বিশ্বাস গুলো,
আর নীরবে নিঃশব্দে হারিয়ে যাবে
কোন এক ঝড়ো হাওয়ায় নিঃশ্বাস টুকু।
দু'জনে বেঁচে থাকবো (তুমি আর আমি)
মাঝ থেকে বিশ্বাস আর নিঃশ্বাস নিহত হবে!
তুমি ঠকিয়েছ আমাকে
আমি ঠকিয়েছি তোমাকে
নাকি ভাগ্যই আমাদের ঠকিয়েছে
তখন এই কথাগুলো বেমানান হবে।
তাই যেকোন সম্পর্ক টিকিয়ে রাখতে হলে
বিশ্বাস আর নিঃশ্বাস কে
আগে শক্ত এবং মূল্যায়ন করতে হবে।
কেউ একজন হারিয়ে বা চলে গেলে
চার দেয়াল ছেড়ে
তখন নোনাজলে
বিশ্বাস আর নিঃশ্বাস দু'জনেই নিহত হবে।।
বিঃদ্রঃ -
যে-কোন সম্পর্ক গড়ে তুলার আগে
মনকে স্থির করুন,মনকে সময় দিয়ে ভাবতে দিন। আগেই বিশ্বাস আর নিঃশ্বাস কে আদান-প্রদান করতে নেই। পরে সারাজীবন ভাগ্যকে দোষারোপ করতে হবে।