বিদায়ের লগনে বলেছে প্রিয়তমা,
যত্ন নিও।যাচ্ছি চলে দূরে বহু দূরে।
উওরে বলেছিলাম,
কীভাবে যত্ন নিবো?হৃদয় যে হোলো ক্ষত।
শেষ প্রশ্নের উওরে,
দুজনেই অশ্রু জলে সিক্ত।
প্রিয়তমা ভেজা ভেজা সুরে বলে দিলো,
অামার বিদায়ের ক্ষন এলো,
তুমিও থেকো ভালো।।

#নীল
#______বাঁধ ভাঙ্গা আওয়াজ ।।
#___অতীতের গল্প।।