পৃথিবী বলে তুমি নাই,
আমি বলি তুমি আছো,
তুমি এখনো বেঁচে আছো,
আমার লেখা কবিতা হয়ে।।
থাকবে তুমি যতদিন আছে বর্ণ,
ভাসবে তুমি কবিতায় আছে যত ছন্দ।।
তুমি আসবে,
তুমি কি আসবে,
সারারাত আমাকে জাগিয়ে রাখতে,
তুমি আসবে,
নগ্ন পায়ে কবিতার লাইন হয়ে।।
আমি অপেক্ষায় আছি,
শেষ লাইন ধরে,
লিখবো আবার তোমার মুখটি দেখে,
অক্ষর আঁকবো তোমার অঙ্গ পতঙ্গ দিয়ে।।
নদীর স্রোতের মত ভাসবে তুমি
কবিতার লাইন হয়ে।।।
কে বলে তুমি নাই,
আমি বলি তুমি আছো,
আছো এই হাতে ধরা কলমে,
মিশে আছো আমার কাব্য খাতাতে।।
থাকবে তুমি আমার কবিতা হয়ে,
লিখবো আমি বারবার তোমাকে নিয়ে।।
কে বলে তুমি নাই,
আমি দেখেছি দু'চোখ মেলে,
তুমি এখনো বেঁচে আছো,
এখনো আছো, আমার হৃদয়ে আছো।।