কোন একদিন সব কিছু মুছে যাবে,
অস্তিত্ব থাকবেনা আমার,
ঘুম ভাঙানোর জন্য,
ভোর প্রভাতে দাঁড়িয়ে থাকবো না,
তোমার উঠানে।।
কেউ আর শিশ বাজাবে না,
গান গেয়ে ডাকবে না,
তোমার বাড়ির পাশ দিয়ে হেটে যাবেনা।।
চোখের ইশারায় কেউ ডাকবে না,
চোখ পলক মেড়ে মুচকি হাসি,
দেখার মানুষটাও থাকবেনা।।
তোমার সব থাকবে,
শুধু ভালোবাসার এই মানুষটা থাকবেনা।
তোমাকে বুকে জরিয়ে,
কান্না করার এই মানুষটা,
পৃথিবীতে থাকবেনা।।