যদি হঠাত করে আবার দেখা হয় বালিকা কোন পরিচিত কোন রাজ পথে""
তখন কি আমাকে চিনতে পারবে"...!!
সেই চেনা পথে যে পথে দুজনে হাত ধরে চলতাম এক সাথে"...!!
মনে আছে কি তোমার''
স্কুলের ছুটিতে"
কত মজাই না করতাম"...!!
শুধু জানতে চাইবো বালিকা"
এখনো কি তোমার হৃদয়ে আমার নামের
সুর টা বাজে"...!!
সেই চেনা গানটা কি এখনো শুনো বালিকা"
আমি এখনো মনে রেখেছি"
যে গান গাইলে তুমি আর ঘরে বসে থাকতে পারতেনা"...!!
এখনো মাঝে মাঝে গানটা ফুল ভলিউম
দিয়েই শুনি""
সেই গানের মাঝে যে আমি তোমাকে
খুঁজে পাই আজো"...!!
আজ আমাকে আর কেউ শাসন করেনা'
আমি আমার মতই চলতে শিখেগেছি"
চলতে শিখেছি তুমি নামক"
একা একা কি করে বাঁচতে হয়"..!!
তুমি ছাড়া কি করে একা পথে হাটতে হয়'
আমি এখন সব কিছুই পারি বালিকা"
শুধু পারিনা তোমাকে ভুলে যেতে"...!!