মায়াময় তোমার
বাঁকা চোখের চাহনিতে
একটা মাতোয়ারা নেশা ঘোর নেশা,
কখন যে বুকের বা পাশে আঘাত হেনেছে
বলা-ই, মুশকিল!
ঝরে যদি যা-ই, বালু মাটির মত
তোমার চোখের তীরে ক্ষতবিক্ষত হয়ে
তুমি কী বুক পেতে নেবে আমাকে?
ভেঙে যেতে দিও না,আমি তোমার মাঝে-ই,
বসত ভিটা সাজাতে চাই!
তোমার দৃষ্টিতে জোগায়
মনের প্রেরণা
কথোপকথন শব্দবিহীন আলিঙ্গন
কত যে স্বপ্নের অট্টালিকা গড়ে যায়!
রাতের আঁধারের উজ্জ্বলতা
গোলাপের পাঁপড়ি
কাজল কালো আঁখি
এক অদ্ভুত ঘোর নেশা তোমার চাহনিতে
যেনো মরে মরে আবার বেঁচে যা-ই!
তোমার হরিণী চোখ দুটি
বিধাতার কাছ থেকে পাওয়া
আমার জন্য শ্রেষ্ঠ উপহার,
আমি যে জ্বলে যাই-পুড়ে যাই,
যখনই তাকাই
মাতোয়ারা হয়ে যা-ই!