তুমি জানবেও না হয়তো আমি মরে গেছি,
কিন্তু তোমার জানার দরকার আছে একান্তভাবে..!!
জানতে হবে যে মরে গেলো,,
সে তোমায় কতটা ভালোবেসেছিলো,
কতটা তোমায় আপন ভেবেছিলো..!!
তার হৃদয়ে একটি জায়গা ছিলো,,
সেই জায়গার রানী ছিলে তুমি...!!
সেই জায়গায় কেউ বসেনি আজো,,
বসার আগেই নীল মরে গেছে,,
তোমাকে এই কথা গুলো জানতে হবে..!!
এটাও জানতে হবে তোমার তুমি যেদিন লাল টুকু একটি শাড়ী পড়ে,
ইছামতীর পাড় ধরে চলে গেলে অন্যনের ঘরে...!!
সেইদিন"ই" নীল নামের ছেলেটা মরে গেছে,,
এতদিন তো ছিলো তার মানুষ রুপী আত্না,
শুধু তোমাকে একটু সুখে দেখবে বলে..!
আজ তুমি সুখে আছো তাই সেই আত্মাটাও চলে গেলো..!!
এই সব প্রশ্নের উওর তুমি পেয়ে যাবে
যখন নীল খামটা হাতে পাবে,,
যে নীল খামটা থাকবে তার লাশের পাশে।