বাঁচতে হবে তোমাকে একা একা,
আমাকে ছাড়া,
চলতে হবে তোমাকে একা পথ,
আমাকে ছাড়া।।
আমি আসবো আবার,
আসবো ঐ দূর আকাশের রাতের তারা হয়ে,
জ্বলবো মিটিমিটি আলো দেবো,
তোমার ঘরে।।
আমি আসবো দিনের সূর্য হয়ে,
আসবো তোমার শরীরে কাঁচা রোদ দিতে,
কখনো কখনো নদীর ঢেউ হয়ে,
সুগন্ধি ফুলের গন্ধ ছড়িয়ে।।
আমি হারিয়েও হারাবো না,
থাকবো তোমার আশেপাশে।।
থাকবো টেবিলে পড়ে থাকা,
নীল ডায়রিতে।।
আমি আসবো আমি থাকবো,
আমি তোমার মাঝেই বেঁচে থাকবো,
কখনো আমাকে মৃত ভেবনা।।