তোমাকে ছাড়া নিজেকে ভাবতে পারিনা"
তোমার আমার সম্পর্ক কেমন"
এক মিনিট দূরে থাকলে খুব কষ্ট হয়"
মনে হয় কি যেন হারিয়ে গেছে এই জীবনে থেকে"...!!
এই সম্পর্কের কি নাম দিবো"
যখন তোমার চোখে এই চোখ পড়ে"
মনে হয় আকাশের বুকে জমিন কেপে ওঠে"...!!
নিজেকে হারিয়ে তোমাকে পাওয়া"
এ যেন আমার ভাগ্যে"
বিশাল আকাশ ছোঁয়া"..!!
এই জীবনে শুধু তুমি শুধুই তুমি"
আমার কষ্ট আমার দুঃখ আমার ভালোবাসা সব কিছুই তুমি"..!!