আমার পৃথিবী
--------শাহীন নীল"....!!
তুমি আমায় ছেড়ে কেমন আছো,
এখনো কি তুমি রাত জেগে আমার জন্য বেলকুনিতে বসে থাকো,
না আমাকে তোমার মনেই পড়ে না।।
আমি কিন্তু এখনো রাত জেগে আমার চোখের নিচে কালো দাগ ফেলেদিয়েছি।।
আমি চাই না রাত গুলো ঘুমাতে,
কেননা রাতে ঘুমালে তোমাকে তো ভুলে থাকতে হবে,
সেইটা আমি পারবো না।।
আমি চাই না তোমাকে ভুলে থাকতে,
কখনো এই জীবনেও না।।
তুমি যেদিন আমার সাথে দেখা না করে,
চলে গেলে,
তোমার কণ্ঠাও শুনতে পেলাম না।।
কিন্তু জান,
আমি তোমার কণ্ঠ প্রতিনিয়তি শুনতে পাই,,
তুমি আমাকে ডাকছো নীল বলে।।
আমি এখনো,
তোমার ডাক আমার কানে শুনতে পাই।।
শুধু তুমি শুনতে পাওনা,
আমার ডাক,
আর পাবেই কি করে,
তোমার কানে যে বড় বড় সুখের দোল,,
হয়তো তার ওজনে আমার আওয়াজ
তোমার কানে পৌছায় না।।
শুধু একবার বলো আমাকে ছেড়ে কেমন আছো,
যদি ভালো থাকো,
তাহলে আমার আত্মা কখনো তোমার সুখের ঘরে আসবেনা,,
আর যদি তুমি কষ্ট থাকো,
তাহলে আমার আত্মা তোমার পিছু ছাড়বেনা।।
তোমাকে যে আমি অনেক ভালোবাসি,
আমার পৃথিবীটা'ই' যে তুমি।??