আমার মৃত্যুতে যদি সুখ আসে
তোমার জীবন উঠানে,
ফাঁসির দঁড়িতে নিজেকে ঝুলাবো
পিছ পা হবো না তবুও একটু খানি।

নিজেকে হত্যা করবো
এই সুন্দর ভুবন থেকে
সকল সুখ যেনো
বয়ে আনে তোমার জীবনে।

হাসিতে খুশিতে বরণ করবো
শুধু তোমায় ভালো রাখার জন্যে
নিজের সমস্ত সুখ যত আছে
তোমায় উৎসর্গ করে
বিদায় নেবো পৃথিবী থেকে।।

প্রিয়তমা তুমি ভালো থেকো
প্রিয়তমা তুমি সুখে থেকো

কান্না যেনো না আসে
কখনো আমায় ভেবে
হাসিতে থেকো
খুশিতে থেকো
তুমি ভালো থেকো, অনেক ভালো থেকো,
শুধু সাদা কাফনে জড়ানো
এই আমায় এক নজর দেখে যেও।।