মা আজও বলা হয়নি তোমাকে কত ভালোবাসি,
দূর প্রবাসে আছি বলে ভেবো না,
মা ভুলে গেছি।।

তোমার আঁচলে শান্তির মায়া,
আমার সুখের খনি।
তাইতো কেবল শুধু,
তোমাকেই ভালোবাসি।।

মা ছাড়া নাই কোন দরদি,
এই ভবনে মানি,
তোমার পায়ে স্বর্গ আমার,
এই কথাটা জানি।।

মাগো তুমি করে দিও ক্ষমা
যদি ভুল করে থাকি,
বিধাতার পরে তুমি মাগো,
চাই শুধু তোমার মনের দোয়া খানি।।

আজ দূর প্রবাসে পরে আছি,
মাগো তোমার কথা ভেবে।
তোমার সকল কষ্ট দূর করে
আসবো আবার ফিরে।।

আমার মরণ যেন হয় মা,
তোমার আঁচলের তলে,
বারবার জন্ম নিবো মা
তোমার ই কোলে।।