আমার একটা ভালোবাসা চাই
নীলিমার মত নীল
দূর আকাশের মত বিশাল!
আমি দূরত্ব সৃষ্টি চাই না
এঁকে অপরের ভেতরে আঁকার সৃষ্টি চাই!
আমি মানুষের ভেতরে সঠিক
কোন ভালোবাসা দেখি না,
রূপে সাজানো অঙ্গে বাজানো
মুখপানে অভিনয়
তার ভেতরে কী ভালোবাসা হয়?
আমার তো একটা ভালোবাসা চাই
সবুজ ঘেরা প্রকৃতির মত!
যে ভালোবাসায় আঁকড়ে ধরার সাহস জাগাবে
যে ভালোবাসার মগ্ন মাতোয়ারা থাকবে
দু'মন, দু'প্রান্তে,
তখনও নীলিমার বুকে
ভালোবাসা ছড়াবে
আমার একটা ভালোবাসা চাই!
পাখিদের মত গুনগুন
যে ভালোবাসায় নেই আগুন,
বেঁচে থাকলে বেঁচে থাকার ইচ্ছা জাগবে
আমার একটা ভালোবাসা চাই
যদি ভেসে যা-ই,নীল সমুদ্রে
অথই জলের গভীরে,
সেখানেও যেনো আমার ভালোবাসা পাই
আমার একটা ভালোবাসা চাই!