হাজার স্বপ্ন দুচোখে
স্বপ্ন কি আর সত্যি হয়,
ভাঙা হৃদয়ে।
স্বপ্ন সেতো স্বার্থপর
অধরা হয়ে দুচোখে ভেসে রয়।।
স্বপ্ন ডাঙায় ভর করে
প্রতিনিয়ত স্বপ্ন দেখা
প্রিয় তমা কে নিয়ে।।
নীল রঙে স্বপ্ন আঁকা
প্রিয় তমার মুখ
তবুও অধরা হয়ে দুচোখে ভেসে রয়।।
বহুকাল ধরে অধরা স্বপ্ন
একজোড়া চোখে ভেসে রয়,
মনের অজান্তে আজও
স্বপ্ন দেখা ভুলে না এ হৃদয়।।
প্রিয় তমার চোখ
অপূর্ব একজোড়া ঠোঁট,
মুচকি হাসি
মধ্যে রাত হলে-ই স্বপ্নে দেখি।
স্বপ্ন কি আর সত্যি হয়
অচিরে-ই স্বপ্ন অধরা হয়ে দুচোখে ভেসে রয়।।