মৃত্যু যন্ত্রণার থেকেও ভয়ংকর প্রবাসীদের জীবন
যেখানে সুখস্পর্শ বলতে কিছুই নেই,
আছে ভয়ংকর রণক্ষেত্র
হৃদয়ে রক্ত জমা।
তবুও হাসি ফোটায়
পরিবার প্রিয়জনকে
খুশি রাখতে যুগ যুগ ধরে
হাজার রকম কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে।
এখানে নেই টাকার খেলা,
আছে স্বাধীনতাকে বন্ধি করে
জীবন যুদ্ধের মেলা।
নেই অশ্রু দেখার কেউ,
কেউ বলে না হঠাৎ করে কেমন আছো,
কি যন্ত্রণা?
যে এসেছে সেই বুঝেছে,
কি ভয়ংকর?
মন ভাঙ্গে অশ্রু ঝড়ে না
হাসি মিথ্যা হলেও বাস্তবে পরিণত করে।
রাত হলেই অতীত ভাসে
দু'চোখের জলে।
হাজার স্বপ্ন বুকে ধরে
তবুও বেঁচে থাকে প্রবাসী এক সৈনিক।
প্রবাস মানেই কষ্টে ভরা জল
হাসি নয়, মিথ্যা নাটক করা।
জীবন যুদ্ধে কে বাঁচে কে মরে
এই টেনশনে হৃদয় দুর্বল করা।
মিনিটে মিনিটে মৃত্যুর স্বাদ
নিজের চোখে দেখা।
আমি মরে গেলে,
লাশটি আমার যাবে কি ভাই দেশে?
আমার মায়ের আঁচলের নিচে।