একটা কথা জানতে ইচ্ছে করে,
তুমি কি এখনো আমায় ভালোবাসো,
এখনো কি আমার ছবি দেখো,
ভেসে ওঠে কি তোমার দুচোখে আমার ছবি।।
একটা কথা জানার খুব ইচ্ছে ছিলো,
খুব কি প্রয়োজন ছিলো,
আমাকে ছেড়ে যাবার।।
কেমন করে পারলে তুমি,
আমাকে ছেড়ে যেতে।।
তোমার মন কি একটুকুও কাঁদে নাই,
জানতে খুব ইচ্ছে করে,
সে কি আমার থেকেও,
বেশী ভালোবাসে তোমাকে।।
তুমি কি সুখে আছো,
তার বুকে মাথা রেখে,
মনে যদি ছিলো তোমার এমন,
তাহলে আমাকে ভালোবাসা শিখালে কেনো,
আমি তো স্বপ্নহীন মানুষ ছিলাম,
কেনো স্বপ্ন দেখালে,
আজ জানতে খুব ইচ্ছে করে,
তুমি কি সত্যি আমাকে ভালোবেসে ছিলে।।