আগের মতো নেই তুমি..
তোমাকে ভেবেই কত অগণিত রাত কেটেছে,
কতো রাত দুচোখ বন্ধ হয়নি,
কতো রাত যে নির্ঘুম কাটিয়েছি
তা শুধু আমি জানি ।।
তোমার অবহেলার শহরে ঘুরে ঘুরে
কতো বেলা অবেলায়
ক্লান্ত হয়ে ফিরেছি আপন ঘরে,
তোমার ঘুরে দেখার সময় হয়নি ।।
ব্যস্ততার অজুহাতে কখনো বা অভিনয় করেই
দূরে রেখেছ আমাকে,
কেন অমন ভয় কি কারণে,
কিশের জন্য নিজেকে বদলে নেয়া জানিনা।।
তবে হ্যা আজ আমিও বদলে গেছি
এখন পিছনে ফিরে আমিও আর দেখিনা,
অনেক কিছুই শিখেছি তোমার থেকে,
এটাও তোমার থেকেই শিক্ষা।।
কে কোথায় আমরা কেমন আছি
তা আমরাই ভাল জানি,
ভালো আছি,ভালো থেকো শুধু বলেই যাই
সত্যি বলতে আমরা কেউ ভাল নাই।।