কোন একদিন
কোন এক পথের মাঝে
আবার দেখা হবে,
হয়তো সেদিন তুমি চশমা পড়া
হাতে লাঠি নিয়ে থাকবে,
আমিও ঠিক তেমনি ভাবে
থাকবো দাঁড়িয়ে।
চোখে চোখ পড়বে
অতীতে ফিরে যাব কয়েক মিনিটের জন্য,
শোকাহত হৃদয়বিদারক কান্নায়
ভেঙ্গে যাবে দুই আত্মা,
টলটলে জলপূর্ণ তরল পদার্থ
গড়িয়ে আসবে গালে
কেউ কাউকে বুঝতে দেবো না সেদিন,
কেনো এই অশ্রুপাত দু'চোখে।
হঠাৎ কোন এক গাড়ি আসবে তোমাকে তুলে নিতে তুমি চলে যাবে
তোমার পথে,
আমি চলবো আমার নিজ ভুবনে।
বিরহী শেষ রাতে
হয়তো পড়বে মনে
কত বছর পর আবার দেখা হলো, সেই চেনা মুখ,
সেই পরিচিত পথে।
নিঃশ্বাস ফেলে
স্মৃতি মনে করে
দুই প্রান্তে থাকা দুই মানুষ
ভাববে আবার কী হবে দেখা
পরিচিত সেই পুরোনো পথে।।