আবার দেখা হবে
---বাঁধ ভাঙা আওয়াজ"

আবার দেখা হবে তোমার সাথে'..
কোন এক রাজ পথে'....
নয়তো বা রমনার বটমূলে'....!!

দেখা হবে হাতিরঝিলে'...
নয়তো সেই মেলাতে যে মেলাতে দুজনে
হেটে ছিলাম দুজনার হাত ধরে'...!!

একদিন না একদিন দেখা হবে'ই'
তোমার সাথে'.....
সেদিন দেখা হলে কি চিনতে পারবে
আমাকে'
নাকি না চেনার অভিনয়ে থাকবে
দূরে শরে'.....!!

এই কোন মায়ায় জড়ালে আমাকে'..
প্রতিটা সময় কাটে তোমাকে'ই'ভেবে'..!!

এত ভালোবাসা দিয়ে কেন চলে গেলে'..
আর কি ফিরে পাবোনা তোমাকে'...!!

তবুও প্রতিদিন আশায় থাকি""
ফিরে যদি কখনো আসো তুমি'.....""!!
এখনো প্রতিটা ক্ষণে তোমার পথ চেয়ে থাকি

প্রত্যেক দিনের শুরুতে'...
তোমাকে ভেবে দিনকে আলোকিত করি'! প্রত্যেক সন্ধায় শুক তারার মত করে'. আমার পাশে তোমাকে রাখি'...!!