ঐ আঁখিতে অবলোকন করে অকপটে বুঝেছিলাম
কি বিশাল বিষাদ নিলয় নিয়ে চেয়ে আছো তুমি!
তোমার আঁখিতে প্রলক্ষণ দৃষ্টি না পড়লে বুঝা দুরূহ ছিল যে,
চোখেও নিগূঢ় দুঃখ পোষা যায় বিস্তীর্ণ আধারে।
তোমার শ্লীল মৃদুহাস্য যে আর্তি পোড়া গন্ধ ছাড়ায়েছে অবলীলায়...
নির্জীব হাস্যজ্জল মুখাবয়ব আনন্দিত করতে চায় দ্বিধাহীন।
সেদিন যথার্থই অনুমান করে ছিলাম তোমায়
কি দুষ্কর ক্লেশ তুমি পোষে ছিলে তোমার বক্ষে।
আজ হয়তো আঁখিতে সেই নিগূঢ় দুঃখ কিংবা আর্তি পোড়া গন্ধ নেই
উদ্ভাসিত তুমি এবং তোমার অস্তিত্ব জুড়ে নিছক প্রসন্নতা।
-অক্টোবর/২০১৯