দুচোখ লাল কেন?
নদীর জল শুকায়
কূল ভাঙে
স্রোত হারায়
এতে নদীর কোন
কষ্ট লাগে না।
কারণ হলো-
বর্ষার আগমন ঘটলে
নদীর বুকে জল এসে
পূনরায় ভরে যায়,
স্রোত আগের মতই
গতিশীল হয়।
কিন্তু নদীর মনে প্রশ্ন হলো-
তার বুকের জল
আজ এত ঘোলা কেন?
ফুল ফোটে,ঝরে যায়,
পায়ে পিষ্ট হয়,
এতে ফুলের কোন
কষ্ট হয় না।
কারণ হলো-
জন্মিলে ঝরতে হয়
প্রকৃতির চিরন্তন বার্তা
এমটাই বলে দেয়।
কিন্তু ফুলের মনে প্রশ্ন হলো-
তার গায়ে আজ
কালো দাগ কেন?
তুমি এসেছিলে, চলে গেছ
ভুলে গেছ,
এতে আমার মনে
কোন দুঃখ নেই,ব্যথা নেই।
কারণ হলো-
মানুষ পরিবর্তনশীল
মুহূর্তের মধ্যে বদলে যায়,
কিন্তু তোমার তরে প্রশ্ন হলো-
আমার দুচোখ এত লাল কেন?