শপথ
=== এম, শাহীনুজ্জামান
শপথ নিয়েছি আজ-
জীবন মরণের
মৃত্যু আলিঙ্গনের
আত্ন বিলীনের।
শপথ নিয়েছি-
জ্বলন্ত আগুনের
রৌদ্র দহনের
তীব্র পবনের।
শপথ নিয়েছি-
দীপ্ত চন্দ্রের
প্রখর সূর্যের
প্রবল তরঙের।
শপথ নিয়েছি-
কাল বৈশাখের
নিশি আধাঁরের
সময় কালের।
শপথ নিয়েছি
পাহাড় -পর্বতের
আসমান-জমিনের
ভুমি কম্পনের।
শপথ নিয়েছি-
নিষ্ঠুর আচরণের
নির্দয় পাষাণের
নির্মম আঘাতের।
শপথ নিয়েছি-
প্রতিবাদ-প্রতিরোধের
মুখোশ উম্মোচনের
কপট প্রকাশনের।