আমার পরিচয়

আমি সাদা কাগজে ফুটে থাকা
একগুচ্ছ বর্ণমালা
ইন্দো-ইউরোপে আমার জন্ম
বাংলা আমার পরিচয়,
আমি কথা বলি দেশ,মাটি
ও মানুষের
বিচরণ করি সারা বাংলায়।

আমি বিচরণ করি-
চর্যাপদ,কৃঞ্চকীর্তন,পদ্মিনীর
পুক্তি মালায়,
বিচরণ করি-
নাথ,পুথি,মঙ্গল ও
আরাকানের রাজ সভায়।

আমি বিচরণ করি-
রাধা-কৃঞ্চ
ইউসুফ-জুলেখা
লাইলি-মজনুর প্রেমলীলায়,
বিচরণ করি
গীতাঞ্জলি মেঘনাদবধ
ও নজরুলের অগ্নিবীণায়।

আমি বিচরণ করি-
বঙ্গ,পুণ্ড্র,বরেন্দ্র সীমানায়
বিচরণ করি
ক্ষুদিরাম,সূর্যসেন
তিতুমিরের বাঁশের কেল্লায়।

আমি বিচরণ করি-
জোড়বাংলো,কান্তজির
পাহারপুর বৌদ্ধ বিহারায়,
বিচরণ করি-
মহাস্থানগর,আহসান মঞ্জিল,
লালবাগ কেল্লায়।

আমি বিচরণ করি-
বাঁশের বীনা,একতারা,
ডুগি,তবলায়
বিচরণ করি-
গম্ভীরা,মহুয়া,দেওয়ানা
মদিনা পালায়।

আমি বিচরণ করি-
পদ্মা মেঘনা যমুনার
মোহনায়
বিচরণ করি-
বায়ান্নে রক্তে স্নাত
দুঃখিনী এই বাংলায়।