ও আমার জন্মভূমি রুপের রাণী
তোমায় দেখে
প্রাণ জুড়ে যায় মন ভরে যায়
নয়ন মেলে চেয়ে থাকি।
তোমার আকাশ ছুয়া পাহাড় চূড়া
সাগর বুকে জলধারা
বাঁশ বাগানে চাঁদের আলো
ছড়ায় রুপের ঝলকানি।
ও আমার জন্মভূমি রুপের রাণী
তোমায় দেখে
প্রাণ জুড়ে যায় মন ভরে যায়
নয়ন মেলে চেয়ে থাকি।
মেঘের ভেলায় রুপের পরী
ঘোমটা ফেলে মারে উকি
জল তরঙে ঢেউয়ের ফেনা
তোলে সুখের কলধ্বনি।
ও আমার জন্মভূমি রুপের রাণী
তোমায় দেখে
প্রাণ জুড়ে যায় মন ভরে যায়
নয়ন মেলে চেয়ে থাকি।
সন্ধ্যারাতে তারার মেলা
গাছে গাছে পাখির খেলা
বন কুঞ্জের কুসুম কলি
হৃদয় মাঝে দেয় ঝাকুনি।
ও আমার জন্মভূমি রুপের রাণী
তোমায় দেখে
প্রাণ জুড়ে যায় মন ভরে যায়
নয়ন মেলে চেয়ে থাকি।