অতিষ্ঠ
=====
দীর্ঘদিন বৃষ্টি অনুপস্থিত
চারিদিকে ভ‍্যাপসা গরম
প্রশান্তির শীতল হাওয়া
অদৃশ্য হয়ে হারিয়ে গেছে
কোন এক দেশে।
তারপর বৈশাখের খা খা রোদ
হাত পা গুটে বসে আছে বিদ‍্যুৎ
আকুতি মিনতি করেও
দেখা মিলছে না তার
দিন রাতে একটু।
কোথাও নেই তিল পরিমাণ প্রশান্তি
চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি!
তীব্র তাপদাহে জ্বলে পুড়ে
ছারখার হয়ে যাচ্ছে  সবকিছু।
বৈশাখের উষ্ণ দিবস
রমজানের দীর্ঘ উপবাস
ভয়ংকর ভীতি তৈরি করে ফেলেছে
আমাদের মনে।
আমরা বাঁচতে চাই,
তোমার রহম চাই,হে প্রভু!
বিশেষ রহমে রক্ষা কর বান্দারে!
মিনতি তোমার দরবারে!