মিথ‍্যা বলা মা
"""""""""""
পৃথিবীতে অতি ক্ষুদ্র একটি শব্দ হলো মা।
শব্দটা অতি ক্ষুদ্র হলেও এর অর্থ ও তাৎপর্য
অনেক ব‍্যাপক।
মা শব্দের সাথে আর কোন বর্ণ যুক্ত হয় না,
কারণ হলো- মা একক,
তার সাথে কারো তুলনা হয় না।
ভাই বোনের উপর,বোন ভাইয়ের উপর,
এমনকি বাবা সন্তানের উপর বিমুখ হতে পারে,
কিন্তু মা কখনও সন্তানের উপর বিমুখ হয় না।
মা তার নিজের সর্বস্ব বিলিয়ে দেয়
তার সন্তানের মঙ্গলের জন‍্যে।
সন্তানের মুখে হাসি দেখার জন‍্যে
মা নিজের মধ‍্যে অসহ‍্য বেদনাগুলো লুকিয়ে রাখে।
গুরুতর অসুস্থ হলেও মা সন্তানকে তা বুঝতে  দেয় না।
গুরুতর অসুস্থ মাকে যদি সন্তানেরা জিজ্ঞাসা করে
মা তোমার শরীর এখন কেমন?
মা অকপটে বলে দেয়
কই আমার তো কোন অসুখ হয়নি?
আমি তো অনেক ভালো আছি।
মা এই ডাঁহা মিথ‍্যা কথাটা বলে
শুধুমাত্র সন্তানের মুখে হাসি দেখার জন‍্যে।
পৃথিবীর সকল মা-ই এমন কথা বলে।
মিথ‍্যাবাদী মায়ের এ মিথ‍্যা কথার মধ‍্যে
সুপ্ত একটা  সত‍্য লুকিয়ে থাকে।
ভুল হলেই যেমন অপরাধ হয় না
সকল মিথ‍্যাকে মিথ‍্যা বলা যায় না।
এ পাড়ে ওপাড়ে
সবখানে ভালো থাকুক,
পৃথিবীর সকল মিথ্যা বলা মা।