টিপ পরাটা রোজকার অভ্যাস হলেও,
আজ থেকে সিঁথি বরাবর টিপ পরতে ভুলে যেও৷
খুব সুন্দর করে সাজতে পারলেও,
মাঝে মধ্যে শাড়ি পরতে পারাটা ভুলে যেও৷
আমার ক্লান্ত কপালের ঘাম মুছতে পারলেও,
স্নানের শেষে তোমার চুল মুছতে পারাটা ভুলে যেও৷
সুস্বাদু সব রান্না করতে পারলেও,
তরকারিতে কখনো কখনো লবণ দিতে ভুলে যেও৷
সংসারে সব কাজ একা করতে পারলেও,
রাত্রিতে মশারী টানানোটা ভুলে যেও৷
শপিং এ গিয়ে আমার জন্য পছন্দ করতে পারলেও,
নিজের জন্য পছন্দ করতে ভুলে যেও৷
আমার  অসুস্থতায় অসম্ভব যত্ম নিতে পারলেও,
নিজের অসুখে ট্যাবলেট খাওয়াটা ভুলে যেও৷
আমার সব কিছু গুছিয়ে দিলেও,
নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখাটা ভুলে যেও৷
একা একা রাস্তা চলতে পারলেও,
আমি সাথে থাকলে রাস্তা পার হতে পারাটা ভুলে যেও৷

ভুলে যাওয়ার বাহানায় হলেও,
তোমায় আরেকটু ভালোবাসার সুযোগ দিও


© শাহিদুল ইসলামের কবিতা