মন জুড়ে সে আজও থাকে সারাক্ষণ,
ভালো লাগতো খুব তার করা জ্বালাতন।
বেশি বুঝে সে দূরে চলে গিয়েছে,
আজ হয়তো তার 'অপরাধী' লাগে নিজেকে।
ভেবো না প্রিয়তমা,
শেষ দেখায় করে দিয়েছি ক্ষমা!
যে ভাবে বুঝিয়ে ছিলে আমায়,সেভাবেই বুঝেছি,
যতটুকু চেয়েছিলাম তার চেয়ে বেশি পেয়েছি।


©শাহিদুল ইসলামের কবিতা