ভালোবাসায় সুখ নেই
- সহিদুল ইসলাম
কেউ যেন কাউকে ভাল না বাসে
ভালোবেসে কেউ যেন সংসারী না হয়,
এতে সুখি হওয়া যায় না।
ভালোবাসায় কষ্ট বাড়ে, মানুষ হিংস্র হয়, পষুত্বতা বেড়ে যায়।
ভালোবাসা থেকে সৃষ্টি হয় প্রেম,
প্রেম থেকে সৃষ্টি হয় কাছে পাওয়ার বাসনা, তখনই মানুষ অমানুষ হয়।
ভালোবাসলে ছোট ছোট অপরাধ অপরাধ মনে হয়না, এতে যে কোন বাবা-মা কষ্ট পায়,
সে কষ্ট লাগে কাবার গায়।
ভালোবেসে কজনইবা সুখী হতে পারে? তা আমার জানা নেই।
জীবনে সফল মানুষ হতে হলে
কেউ যেন কাউকে ভালো না বাসে।
ভালোবাসা একটি মারাত্মক ব্যাধি ভালোবাসা একটি ক্যান্সার,
যা ছড়িয়ে থাকে সারা শরীরে, তারপর মানুষকে নিঃশেষ করে তিলে তিলে।
ঐ তো ঐ পড়ার মকবুল ভালবেসে বিয়ে করেছিল শরীফাকে,
মাস যেতে না যেতেই ৫/৬ বার হাসপাতালে যেতে হয় তাকে।
স্বামীর নির্মম অত্যাচারে ভালোবাসা
শব্দটি তার নিকট এখন শুধুই ঘৃনা, আতঙ্ক! ভালোবাসার নির্মম অভিজ্ঞতার কথা জানতে, চলে এসো রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে,
দেখতে পাবে এখনো শরীফা রাস্তায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে
আর্তনাদ করছে প্রতিনিয়ত!
জানা বিষয়ে নতুন করে জানার আগ্রহ থাকে না কারো, দীর্ঘদিন কাউকে ভালোবাসলেও, সে প্রিয়জন সম্পর্কে অনু-পরমানু জানা হয়ে যায়। বিয়ে হবার পর তখন আর নতুনভাবে
জানার আগ্রহ থাকে না কারো। নতুন জীবন রোমান্টিক না হয়ে রসহীন হয়ে পড়ে তখন।
জীবনে দেখা দেয় চৈত্রের খরা,
দৈহিক টানে কয়েক বছর ভালো কাটলেও- ক্রমে ক্রমে তা
আর ভালো থাকে না,
সামান্য বেদনাতেই দুর্বল স্থানে আঘাত করা হয়, এতে অশান্তির দানা বাঁধে প্রতিমুহূর্তে। তবে, আমি
ভালোবাসাকে অবমাননা করছি না, অপবিত্রও বলছিনা কখনো,
শুধু বলছি- স্বামী হয়ে স্ত্রীকে বুঝতে শেখো, আর স্ত্রী হয়ে স্বামীকে ভালবাসতে শেখো,
আমি নিশ্চিত!
জীবনে তুমি সুখি হতে পারবে।