ভালোবাসার কবর-১১
-সহিদুল ইসলাম
বলেছিল মোরে আজকে তুমি
কিছুতেই পাবে না ছাড়
একসাথে মোর নাস্তা না খেলে
মুখ যে করিব ভার,
সাধ্য কি আছে না না বলার
একই থালার পরে
নাস্তা খেলাম দুজন বসে
সুন্দর সেই ভোরে।
গণিত টিচার চলিয়া গেলে
পড়লো সবাই ফাঁদে
শুনতে পেলাম গণিত জ্বরে
প্রিয় জনও যে কাঁদে।
কাছে গেলাম প্রিয়ার মত
কি অভিযোগ তোর?
আসছি কালই করতে গণিত
খুলে রাখিস দোর।
সকাল হলেই নাস্তা খেয়ে
স্কুল ড্রেস পরে
চলে যেতাম ও পথ ধরে
তাহার পড়ার ঘরে।
ঘন্টাখানেক গণিত কষে
স্কুল টাইম হলে
বিদ্যালয়ে যেতাম চলে
আমরা দুজন মিলে।