ভালোবাসার কবর-১২
-সহিদুল ইসলাম
এভাবেই কেটে ছিল
পুরো দু বছর
তারপরও ভাগ্য আমায়
করলো চির পর।
সেই ইতিহাস লিখতে বসে
পারছি না যে আর
হৃদয় আমার যাচ্ছে ফেটে
কাঁদছি বারে বার।
এসএসসির রুটিন পেলাম
অল্প ক'দিন পর
পরীক্ষার ভয়ে যেন
আসলো গায়ে জ্বর।
প্রিয় জন আর আম্মু মিলে
রুম করলো ভাড়া
পরীক্ষার শেষের দিকে
পরলো আমার সাড়া।
থাকতে হবে ওদের বাসায়
গণিত নিয়ে ভয়
আমায় পেলে হয়তো তাহার
আসতে পারে জয়,
খুশির চোটে চলে গেলাম
প্রিয়জনের কাছে
নিকট থেকে তাকে পাবার
ইচ্ছে আমার আছে।
এক টেবিলে গণিত করি
পাশাপাশি বসে
আনন্দেরই পুষ্প যেন
পড়ছে খসে খসে।
পড়ার ফাঁকে তাকিয়ে থাকি
চাঁদ মাখা সেই মুখে
রাত ১২টা পার হয়ে যায়
যায় যে মহাসুখে।
পোনেএকটায় সুতে যেতাম
ছিলাম যতদিন
একই রুমে থাকতে হতো
ভালোবাসা হীন।