ভালোবাসার কবর-১০
-সহিদুল ইসলাম
আজও আমার মনের কথা
হয়নি বলা তাকে
বসন্তকাল কাটছে কত
এরই ফাঁকে ফাঁকে।
জানিনা ওর মনে আছে কিনা
একদিন এক ভোরে
দাঁতের মাজন হাতে নিয়ে
দাঁড়িয়ে ছিলাম দূরে,
থমথম ভাব সুন্দর আকাশ
নির্জন এক প্রাতে
ধূয়েছিল মুখ প্রিয়তম মোর
বাড়ির পুকুর ঘাটে।
উপরে তাকিয়ে আমাকে দেখে
থমকে গেল মন
হাসিমাখা মুখে বলেছিনো তখন
শোনো মোর প্রিয়জন,
সারারাত তোমায় স্বপ্নে দেখে
কি যে গভীর টানে
চলে এসেছি ভোর না হতেই
ভেসে এক মহা বানে।
কি বলছো এসব দুষ্ট ছেলে
ভেবে পাচ্ছিনা কিছু
তারপর ও হাত ধরে মোর
এসেছিল পিছু পিছু।