ভালোবাসার কবর
- সহিদুল ইসলাম
হৃদ কম্পন বেড়ে গেলো
করব কি যে ভাই
এমন সময় মাথায় খানিক
বুদ্ধি খুজে পাই।
নকল বিয়ে করতে হবে
উপায় যে আর নাই
কাবিন পেলে হয়তো আমি
বেঁচে যাব ভাই।
চাচতো বোনের নাম দিয়ে তাই
নকলে কাবিন করে
চলে গেলাম সুন্দরীর ভাই
গুন্ডা রাজার ঘরে।
কাগজ দেখে বলল আমায়
বেঁচে গেলি শালা
তারপরেও রইল জেগে
মনের শত জ্বালা।