ভালোবাসার কবর -১৭
- সহিদুল ইসলাম
সুযোগ পেলে ধরবো গলে
মটকে দেবো ঘাড়
বাঁচতে হলে তাড়াতাড়ি
পুরানঢাকা ছাড়
ছাড়তে হলো পুরান ঢাকা
কলঙ্কটা নিয়ে
ভুয়া কাবিন সই করলাম
মিথ্যে হল বিয়ে।
যদিও সে দিন বেঁচে ছিলাম
মিথ্যা কাগজ দিয়ে
ছড়িয়েছিল আকাশ-বাতাস
সত্য-ভাষা নিয়ে
ভাবলো সবাই ব্যাপার কি রে
এমন কেন হলো
ভাগ্য দোষে স্বপ্ন আমার
ধুলোয় মিশে গেল।
সবার সাথে প্রিয় জনও
শুনলো এসব কথা
হয়তো মনের অজান্তেই
পেয়েছিল ব্যথা।
ভাবল সে ও নষ্ট আমি
আমার প্রতি ঘোশ
বন্ধু আমার বলতো শুনি
আমার কিসের দোষ।