ভালোবাসার কবর -১
-সহিদুল ইসলাম
(এই কবিতাটির মাধ্যমে জীবনের একটি কাহিনী ফুটে উঠেছে,পুরো পর্ব পড়লেই বুঝতে পারবেন)
অর্থের বিনিময় অর্থ আসে
সালামের বিনিময় সালাম
ভালোবাসায় তব ঘৃণা আসে কেন
রাজা হয় কেন গোলাম?
প্রেম যদি আসে স্বর্গ হতে
অভিশাপ কেন সাথে?
সন্তান কেন রক্ত ঝরায়
আপন পিতার হাতে।
সহোদর ভাই পর হয়ে যায়
স্বার্থ যখন আসে
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন
সবাই তখন হাসে।