ভালোবাসার কবর-১৯
- সহিদুল ইসলাম
সেই কবরে ঘুমিয়ে আছে
আমার সকল আশা
সঙ্গে আছে প্রেম প্রীতি
সকল ভালোবাসা।
হারিয়ে গেছে চিরতরে
জাগবে না সে আর
দয়া হলে দিতে পারো
একটুখানি ধার।
ভালোবাসায় ধারে চলে কি?
একটু বল ভাই
কবর দেশে চলে গেছে
সেখানেই তার ঠাঁই।
স্বর্গ হতে প্রেম কথাটির
জন্ম যদি হয়
তবে কেনো এই ভূবনে
প্রেমের পরাজয়?
প্রশ্ন রেখে শেষ করলাম
কাব্যখানি মোর
তোমরা কেউ খুলোনা আর
ভালোবাসার দোর।