ভালোবাসার কবর-৯
-সহিদুল ইসলাম
একবার এক খুশির খবর
নবম-দশম খেলা
মনের ভেতর মারলো উকি
আনন্দেরই খেলা।
খেলতে গিয়ে হঠাৎ করে
কেটে গেলো পা
ছাড়তে হলো মাঠ যে আমার
কাপলো ভয়ে গা।
বারান্দাতে বসে আছি
রক্তে যে পা লাল
এমন সময় দুষ্টু এসে
ধরল আমার গাল।
দূর্বাঘাস চিবিরে দিয়ে
ধরলো আমার পায়ে,
অবাক চোখে তাকিয়ে ছিলাম
তাহার মিষ্টি গায়ে।
সেই স্মৃতি যে আজও আমার
মনের ভেতর গাঁথা
স্থান করেছে গভীরভাবে
চির আসন পাতা।