ভালোবাসার কবর-১৪
- সহিদুল ইসলাম
এইভাবে দিন যাচ্ছে যতই
বাড়ছে তত জ্বালা
তার গলেতে চাইলো পেতে
আমার প্রেমের মালা।
আকাশ ভেঙে পড়ল যেন
আরজি শুনে এই
মোর হৃদয় কারো জন্যে
শূন্য আসন নেই।
হৃদয় জুড়ে একটি নামই
করে আছে দখল
এই জীবনে ওর স্থানেতে
হবেনা কেউ নকল।
হিংস্র হলো বাঘের মতো
এই মনোভাব জেনে
লক্ষ টাকায় চাই তো সে যে
আমায় নিতে কিনে।
কত করে বললাম ওকে
মোর প্রিয়জন আছে
পাখির মত শুনতো শুধু
বলতো এসব মিছে।
তারপরও ছায়ার মত
থাকতো যেন ঘরে
স্মৃতিস্বরূপ কাব্য আমার
রাখতো বুকে ধরে।